Song Information:
Song : Prithibi ShundorArtist/Vocal : Sheik Ishtiak
Album : Tor E Shohore
Band : Nonta Biskut
Guitars : Mahaan Fahim
Basses : Nabid Salehin Niloy
Drums & Cajon : Moniruzzaman Monir
Sound Design : Mahhan Fahim & Nabid Salehin Niloy
Executive Producer : Joy Shahriar
Lyric:
হয়ত না পাব, হয়ত পাব
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেচে রব
কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।
আমার ছোট্ট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
চলে যাব দূরে ঐ দূর অজানায়
হারাব সুর মোহনায়
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজের ঐ সীমানায়।
কাকডাকা ভোর সপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল দলবেধে চল
আধারে হবে বসবাস।
সহস্র রাত আর দখিনা বাতাস
করল মাতাল আবাস
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে
আধারে হবে বসবাস।