Type Here to Get Search Results !

Kodom - Blue Jeans Lyrics


Kodom - Blue Jeans Lyrics



Singer


: Blue Jeans
Album: Numberella Charity Album 2019

তবু এভাবে সময় আমার কেটে যাবে তোমাকে ভেবে
তোমায় নিয়ে স্বপ্নগুলো ভোর হলে যায় যে ভেঙ্গে
আকাশ মেঘে বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে
তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত জড়িয়ে.

একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে ||

দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে
হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে
পথের ধারে তোমার আশায় ভালবাসার ধূসর আলোতে
আছি দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ঝরাতে...

একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে ||
একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে ||
একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে ||
Roadside Food আর বৃষ্টি নীল শাড়িতে লাগছে মিষ্টি
একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ . . .!!!



Top Post Ad

Below Post Ad