Type Here to Get Search Results !

Bhabale - ভাবালে । Popeye Bangladesh Lyrics


Bhabale - Popeye Bangladesh Lyrics

Bhabale-Popeye-Bangladesh-Lyrics
Band:  Popeye Bangladesh

পেছনে দাড়িয়ে রইলে তাকিয়ে, দেখে গেলে শুধু আমাকে কি করে,
ঝড়ো ঢেউ এসে টেনে, ভাসাই সাগরে ,

জেনে তবু আমি পারিনা সাতার...
তুমি এলেনা, দিতে বাড়িয়ে হাত,

ভাবালে কি কারণে করেছিলাম যে উজাড়
যা ছিল সবই তোমাকে...
ধরো আমাই, এত উঁচুতে, লাগেতো বড় যে ভয় গেলে পরে কি হবে?
তবুও নড়োনিত, তুমি এক চুলো , শুধু দেখে গেলে পাহাড় থেকে ঝরে যেতে
অথচ হাতে ধরে ছিলে দরি ভাবালে কি কারণে করেছিলাম যে উজাড়
যা ছিল তোমাকে সবই...
মরুভূমির প্রকট তাপে
যখন জ্বলছিল শরীর আগুনে, তুমি ছিলেই চেয়ে , বসে দূরে
ছায়ার নিচে তবু নাওনিতো টেনে কাছে
দেখে গেলে আমাই, ঝলসে যেতে,
ভাবালে কি কারণে করেছিলাম যে উজাড়
যা ছিল সবই তোমাকে...😍😍



Tags

Top Post Ad

Below Post Ad