Raater kotha - রাতের কথা Popeye Bangladesh Lyrics
| Singer : | Popeye Bangladesh |
| Album: | Amar Shorgo |
চাঁদ তাঁরা সাগর পাহাড় ঝর্না
তারে ছারা শবই বিত্থারে বিত্থা
রাত নেমে জিজ্ঞেস করে আমাই
জেগে আমি কেন তার পানে তাকাই
আর কত জাগবিরে তুই?
তর চখের ঘুম গেছে কই?
যা ঘরে আজ ঘুমা , কাল আবার হবে দেখা
রাতের সাথে আমার কথা যখন সূর্য দেয় ভেঙ্গে
বুঝি কত আমি একা , আই ক্লান্ত সকালে
বলি আমাই ধেকে রাখো, তোমার হারানোর মেঘে'
রাত্রি বলে তুমি থাকো , আমি ফিরবো কাল এসে
জল সাগর বাঁধে চখে বাসা
ভাঙা শপ্ন মেলে বাতাশে ডানা
নদীর স্রতে ভেসে ভেসে যায় রাত
ছেড়া চাদরে জড়িয়ে ধরা পাল
আর কত রাত জেগে তুই? থাকবিরে চোখ পেতে তুই?
যা ঘরে যা ঘুমা, কাল আবার কবে কথা
চাদের আলো নিভে যায়
সূর্যের আলো ভাঙ্গে সবই দিশাই
চখ বুঝে যানি না কখন
উঠবো আমি সূর্যোদয়ই তখন
