Type Here to Get Search Results !

Cafeteria Periye - ক্যাফেটেরিয়া পেরিয়ে - Lyric by Shironamhin

Cafeteria-Periye-Shironamhin

ক্যাফেটেরিয়া পেরিয়ে-Cafeteria Periye Song Lyric by Shironamhin Band

ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান

Song Artist Information:

Ziaur Rahman (bass,cello,guitar) Kazy Ahmad Shafin (drums,sarod,back voice) Diat khan (guitar) Sheikh Ishtiaque (voice) Symon Chowdhury (keyboard) Guest artist: Shishir Ahmed from Band Aurthohin (guitar)


Cafeteria Lyric in Bangla:


ক্যাফেটেরিয়া পেরিয়ে
বিদায়ী মঞ্চ সাজিয়েছে কৃষ্ণচূড়া
যেখানে জমে থাকা গল্প
অথবা বেঁচে থাকা ভালোবাসা।।
বুড়ো কবিতায়, মনে পড়ে যায়
কখনো আড্ডা, অযথা সেলফি, ক্লান্ত সন্ধ্যা
তারুন্যের উচ্ছ্বাসে

সেই দিন আর ফিরবেনা আজ
হারিয়ে যাবার ছিলোনা মানা
ক্যাম্পাসের ঝড় রকিং কন্সার্ট
ইচ্ছে ঘুড়ি মেলতো ডানা

বন্ধু, আজ মনে পড়ে যায়
শত ধারালো গল্পে
নির্ঘুম রাত কেটে ভোর
কখনো billgates, অথবা হেডফোনে dire straits
যদিও অর্ধেক এসাইনমেন্ট
জুড়ে শব্দগুলো meaningless, উড়ে বেড়ায়।।

ক্যাফেটেরিয়া পেরিয়ে
এখনও থমকে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়া
যেখানে জমে থাকা গল্প
নিরবে হারিয়ে যাওয়া ভালোবাসা।।


Official Music Video on YouTube


Top Post Ad

Below Post Ad