Type Here to Get Search Results !

Baje Shobhab 2 | বাজে স্বভাব ২ - Rehaan Lyrics


Baje Shobhab 2 | বাজে স্বভাব ২ - Rehaan Lyrics

baje-shobhab-2-rehaan
Singer Rehaan
Music Shachi Shams
Song Writer Rehaan

তুমি অনেক বেশি চালাক
ফাঁকি সব বাকি থাক
আর কোনো কথা হবে না।
আমি হলে দুর্নীতি
তুমি হলে রাজনীতি
এমনতো প্রথা হবে না।

কূটনীতি খেলা হবে
লাজ ভুলে কাজ হবে
মেজাজ দেখতে যেও না..

ধুম করে গুম করে দেবো
কোনো নালিশ কাজে দেবে না।
চুপ করে রূপ ধরে নেবার এই
বাজে স্বভাব যাবে না। (x2)

তোমার মতো কতো
এসে হয়ে গেছে গত
ক্ষত দেখা যায় না।
নিয়ে নিয়েছি ব্রত
আর নয় ওতপ্রোত
নত হওয়া যাবে না।

সুবিধায় সাড়া পাবে
স্বার্থেই দেখা হবে
লুতু-পুতু প্রেম হবে না..

প্রেম হলেই গুম হয়ে যাবে আর
খুঁজে পাওয়া যাবে না।
চুপ করে রূপ ধরে নেবার এই
বাজে স্বভাব যাবে না। (x2)

তুমি মধ্যবিত্ত নারী,
দামি ফোন দামি শাড়ি
বড় অশ্লীল এ ধাঁধা।
প্রশ্নপত্র ফাঁস, হলেও খাবেই বাঁশ
অংক মিলবে না রাঁধা।

কান্না ঢোকে না কানে
টান লাগে না ভানে
দূরে যেতে দেরি হবে না..

ধুম করে গুম হয়ে যাবো
আর খুঁজে পাওয়া যাবে না
চুপ করে রূপ ধরে নেবার
এই বাজে স্বভাব যাবে না। (x2)



Tags

Top Post Ad

Below Post Ad