Type Here to Get Search Results !

Ishwar | ঈশ্বর | ViKiNGS | Lyrics

Ishwar-ViKiNGS-Lyric

Ishwar | ঈশ্বর | ViKiNGS


Song - Ishwar | ঈশ্বর
Album - Boyosh Jokhon Ekush 
Artist - ViKiNGS

Ishwar | ঈশ্বর | ViKiNGS | Lyrics

যদি হুট করে একা হওয়া যেতো
আকাশের মতো
আমি চুপ করে চোখে জল নিতাম
ইচ্ছে যতো
আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথের বাঁক
যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক

আমি দেখতে চাইনি তাকে শেষবার, অনড়
আমি মানতে চাইনি তাকে নিথর

ঈশ্বর ! তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই
ঈশ্বর ! আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
"বিদায়"

কত গল্পরা চোখে জেগে থাকে
শহর শহরে
যত চাওয়া না চাওয়ায় আস্কারা
হিসেবের ভীড়ে 
আজও মন বলে সেই হাত কাঁধে
ছায়ায় জড়িয়ে
আর শাসনে বারনে তার কথা
সময় সময়ে

আজও উৎসবে কোলাহলে
খুঁজে যাই চেনা স্বর
আমি মানতে চাইনি তাকে - নিথর

ঈশ্বর ! তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই
ঈশ্বর ! আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
"তুমি ক্ষমা করে দিও আমায়" ...

ঈশ্বর গান সৃস্টি সম্পর্কে ViKiNGS Official Youtube চ্যানেলে তাদের মতামত ঠিক এভাবেই বর্ননা করেন।


"ঈশ্বর" কখনোই গান নয় !
"ঈশ্বর" প্রার্থনা
"ঈশ্বর" চোখে জেগে থাকা গল্পের ভান্ডার
"ঈশ্বর" স্মৃতি
"ঈশ্বর" অসাধারণ সব মূহুর্তের হিসেব নিকেষ
"ঈশ্বর" অনুতাপ
"ঈশ্বর" পাঁজর ভাঙা হাহাকার
"ঈশ্বর" অনুশোচনা আর প্রায়শ্চিত্ত
এই সবকিছুর পুঞ্জিভূত রূপ "ঈশ্বর"।
সবার জীবনে ঘটে যাওয়া সে রূঢ় বাস্তবতাই হলো "ঈশ্বর"।
তাই "ঈশ্বর" সবার।
আমাদের শূন্যতায় বাচ্চু ভাই, আপনার হয়তো অন্য কেউ।

গত এক বছর ধরে বাচ্চু ভাইয়ের চলে যাওয়ার যে যন্ত্রণা আমাদের কুরে কুরে খাচ্ছিলো, সেই অনুভবের সামান্য কিছু অংশ আমরা গানবন্দী করে রাখতে চেয়েছি যেন একটু পরপর শুনে আসতে পারি।

আমরা জেনেছি আপনারা "ঈশ্বর" ভালোবেসেছেন, কেঁদেছেন।
আমরাও কাঁদি, সামনের দিনগুলিতেও চাই। চলে যাওয়া মানুষটার জন্য বাকিটা সময় যদি কাঁদতেই না পারলাম,
তাহলে কিভাবে হলো...

ধন্যবাদ Igloo Ice Cream কে ।
কামরুল ভাই ! আপনি পাশে না থাকলে অনুভব গুলো গানবন্দী হতো ঠিকই কিন্তু সবার কাছে হয়তো নান্দনিক ভাবে পৌঁছতো না। একদম শেষ মূহুর্তে আপনার কাছে যাওয়া, চাইলেই পাশ কাটাতে পারতেন। আপনি সেটা করেননি। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ Bangladeshi Band Music Fans Community™ - BBMFC কে
সার্বক্ষণিক পাশে থাকার জন্য।

সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলো "ঈশ্বর"-এর কথা।
"ঈশ্বর" লিখেছেন তন্ময় তানসেন ও সেতু চৌধুরী
সুর করেছেন সেতু চৌধুরী
শব্দ প্রকৌশলী যথারীতি চারু ভাই

ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভালোবাসার জন্য।

ঈশ্বর !
তুমি সযতনে রেখো তাকে....


Official Music Video on Youtube:


Top Post Ad

Below Post Ad