Type Here to Get Search Results !

Odrissho Porojibi | অদৃশ্য পরজীবী | Tahsan | Sajid

Odirssho-Porojibi-Tahsan-Khan


Odrissho Porojibi | অদৃশ্য পরজীবী Song Lyric


তাহসান খান সঙ্গীতশিল্পী এবং অভিনেতা হিসেবেও অনেক জনপ্রীয় একজন। তার গুনের কোন শেষ নেই। কিছুদিন আগে ফেসবুকে একটি কবিতা পোস্ট করেছিলেন যার নাম ছিল অদৃশ্য পরজীবী। সেই কবিতার কথায় সাজিদ সরকারের সুরে তাহসানের কন্ঠে সিডি চয়েচ  এর ব্যানারে নতুন গান এসেছে। 

বর্তমারে সাড়া পৃথিবীজুরে করোনা ভাইরাস নামক এক অনুজীব যে তান্ডব চালাচ্ছে এবং মানব জাতিকে যেভাবে বিপর্যস্ত করে তুলেছেন এই গানে তাহসান সেই চিত্রই তুলে ধরেছেন।

গানের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তাহসান বলেন, ”আমার এক ঘনিষ্ঠ বন্ধু তাঁর মাকে হারিয়েছেন। যাঁরা এভাবে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তাঁদের সবাইকে যদি লেখার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারতাম! কিন্তু তা করতে পারিনি। তার পরিবর্তে এই ভয়ংকর ভাইরাস নিয়ে কিছু কথা লিখে ফেললাম। যাঁরা নিঃশব্দে চলে যাচ্ছেন তাঁদের জন্য প্রার্থনা রইল।”


Song Name : Odrissho Porojibi (অদৃশ্য পরজীবী)
Singer :  Tahsan Khan (তাহসান খান)
Lyric : Tahsan Khan (তাহসান খান)
Tune  : Tahsan Khan & Sajid Sarker (তাহসান খান ও সাজিদ সরকার)
Music : Sajid Sarker (সাজিদ সরকার)
Album Name : Odrissho Porojibi (অদৃশ্য পরজীবী)
Label : Cd Choice (সিডি চয়েচ)

Odrissho Porojibi | অদৃশ্য পরজীবী Song Lyric



"অদৃশ্য পরজীবী"



গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না
প্রহসনের ধরাধামে 
আমি কারো করুনার পাত্র না

নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে 
মন্থর গতি আমার
আমি জানি আমি কে
কতটুকু দুর্বিষহ কতটুকু উপহার

পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না
এমন কোনো উজ্জল প্রান
যার আদ্যোপান্ত নিষ্কলুষ
যে নেয়নি অসুরের ত্রাণ

ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ
মানব সভ্যতার ইতিহাস তাই 
ইতি টানতে বাধ্য

সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমান কিসের অর্জন
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন

অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিলুপ্ত


Youtube Link:

Top Post Ad

Below Post Ad