Type Here to Get Search Results !

TIKTO SHOTTO-তিক্ত সত্য । Popeye Bangladesh


TIKTO SHOTTO - তিক্ত সত্য - Popeye Bangladesh Lyrics

tikto-shotto-popeye-bangladesh
Band:  Popeye Bangladesh

গত রাতে ছিলে ঘরে, বলে দিলেই
ভেবোনা আমি বুঝিনা, ছিলে কই
মনের গোপনে যতোনা কথা ঢাকছো
তোমার চোখ দায় বলে ইশারায়
আর নাহি লুকালে গভীর জলে,
নিজের জালে নিজে ফেসে কী আমায়?
দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট?
কতো মিছে করে গেছ অভিনয়
বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?
আদো জানতে যদি কতো ভালবেসেছি তোমায়

আমি কখনো ভাবিনি ভালো নিজেকে
তবে তুমি দিয়েছো করে নিরুপায়,
আজ বলতে পারি পুরো নির্বেঘে
তুমি সবচে জীবনে বড়ো ভুল আমার
ঘৃণা করতে গিয়েও করিনা শেষে, যেন তুমি প্রাপ্যনা ঘৃণারো,
আর নাহি লুকালে গভীর জলে,
নিজের জালে নিজে ফেসে কী আমায়?
দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট?
কতো মিছে করে গেছ অভিনয়
গত রাতে ছিলে ঘরে, বলে দিয়েই
ভেবোনা আমি বুঝিনা, ছিলে কই
বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?
আদো জানতে যদি কতো ভালবেসেছি তোমায় ;)



Tags

Top Post Ad

Below Post Ad