Kichchu Chaini Aami - কিচ্ছু চাইনি আমি - Anirban Bhattacharya Lyrics

Singer | Anirban Bhattacharya |
Song Writer | Dipangshu Acharya |
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
না, না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে।
খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজো ভুলে।
না,না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।