Abar Elo Je Sondha | Happy Akhand | Ghuddi Movie Song | আবার এলো যে সন্ধ্যা | হ্যাপি আকন্দ - Happy Akhand Lyrics

Singer | Happy Akhand |
Music | Lucky Akhand |
Song Writer | S.M Hedayat |
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে ।।
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে;
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে ।
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে ।।
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে...
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে ।
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে ।।
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে ।।