Ami Tomar Kache Jabo - Minar Rahman । আমি তোমার কাছে যাবো মিনার রহমান - Minar Rahman Lyrics
| Singer | Minar Rahman |
| Singer | Minar Rahman |
| Music | Minar Rahman |
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ বুঝতেও পারবে না।
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না।
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না।
ঐ আকাশের কতটা তারা দূরে
চোখ জুরিয়ে কতটা ফনুস উড়ে।
আমি কে!!!
আমি তোমার সাথে যাবো
পিছু টান রবে না।
আমি তোমার পাশে বসে
কোন গল্প বলবো না।
আমি নিরবে দাঁড়িয়ে ঝুম বৃষ্টি হয়ে
শুধু তোমায় ঘিরে রেখে আর তো ঝরবো না।
সেই পথেই আর হাটতেও পারবো না।
ঐ চোখে, চোখ রাখতেও পারবো না।
ঘুম ভাঙা সকাল ডাকবে না,ডাকবে না।
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না।
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না।
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো।
ওওও ওওওও..
