Duniya | দুনিয়া || Aynabaji Movie || Chirkutt - CHIRKUT Band Lyrics
| Singer | CHIRKUT Band |
| Singer | CHIRKUT Band |
| Music | CHIRKUT Band |
যা দেখছো, তা তা না,
সব দেখা,জানা না,
এক দুনিয়া,ফানা ফানা,
আরেক দুনিয়া,যাওয়া মানা,
না বুঝি দুনিয়া,
না বুঝি তোমায়,আমার কি দোষ খালি পাপ জমাই।।
জগৎে জনমে যাহারে মিলায় না,
তাহারে খুঁজিতে মনো ধরে শুধু বায়না,
না বুঝি দুনিয়া,
না বুঝি তোমায়,
আমার কি দোষ খালি পাপ জমাই।।
তোমার মাঝে অন্য কেউ বাজে,
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে,
তারে তুমি দেখিতে চাওনা,
লুকোচুরিতে নিজেরে পাওনা।
না বুঝি দুনিয়া,
না বুঝি তোমায়,
আমার কি দোষ খালি পাপ জমাই।।
