Type Here to Get Search Results !

Charpoka Song By Ashes Band । ছারপোকা - জুনায়েদ ইভান


Charpoka By Ashes Band



Song Information:
Song Name: Charpoka (ছারপোকা )
Singer: Zunayed Evan
Band: Ashes

Charpoka Song By Ashes Band । ছারপোকা - জুনায়েদ ইভান

আধো আলোতে মন ছুঁয়েছে..

অন্ধকার একলা..

চোখে চশমা মনে অন্ধ..

আয়নাতে চোখ ছোঁয়..

মিছেমিছি ভয় পাওয়া..

আবার হারিয়ে মেঘটা..

মনে মনে ধরে হাঁটা..

আমার ভাললাগা..


কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে..

মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে..


তবু ভয় হয় মনে সংশয়..

কত সংলাপ ফিকে হয়..

তবু ভয় হয় মনে সংশয়..

আবার হারিয়ে মেঘটা..

মনে মনে ভাল লাগা..

আমার ভালোবাসা..


কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে...

মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে.


# Ki jole vejao tumi raag gulo chukhe
Megh thote kore amay vul abeg dile

Top Post Ad

Below Post Ad