Bhalobashar Mane - Bappa Mazumder lyrics (ভালোবাসার মানে )
Singer : Bappa Mazumdar
Album: Din Bari Jay
Song: Bhalobashar Mane । ভালোবাসার মানে
ভালোবাসার মানে । Bhalobashar Mane । Song Lyric in Bangla
ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
এক জনমে হয় না যে চেনা
ওহ... ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
উমম... এক জনমে হয় না যে চেনা
এলোমেলো বাতাস করে আনাগোনা
মনটা আমার আমি খুঁজি না
হায়... ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
আ... এক জনমে হয় না যে চেনা
আহহ... একটা-দুটো উদাসী ক্ষণ
উদাস থাকে ভাবনায়
ভাবনাগুলো উড়িয়ে দিয়ে
মিশে গেল মোহনায়
একটা-দুটো উদাসী ক্ষণ
উদাস থাকে ভাবনায়
ভাবনাগুলো উড়িয়ে দিয়ে
মিশে গেল মোহনায়
এলোমেলো বাতাস করে আনাগোনা
মনটা আমার আমি খুঁজি না
হায়... ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
উমম... এক জনমে হয় না যে চেনা
আ... আমার মনে স্বপ্ন বাজে
দোলায় আমায় রাত্রি-দিন
রাতটা খুঁজি ভোরের কাছে
থাকি আমি স্বপ্নহীন
আমার মনে স্বপ্ন বাজে
দোলায় আমায় রাত্রি-দিন
রাতটা খুঁজি ভোরের কাছে
থাকি আমি স্বপ্নহীন
এলোমেলো বাতাস করে আনাগোনা
মনটা আমার আমি খুঁজি না
হায়... ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
আ... এক জনমে হয় না যে চেনা
এলোমেলো বাতাস করে আনাগোনা
মনটা আমার আমি খুঁজি না
হায়... ভালোবাসার মানে টা কি?
না বুঝে মন পোড়ে হায়
ভালোবাসার মানে বুঝি না
আ... এক জনমে হয় না যে চেনা