![]() |
Keu-Kotha-Rakheni-by-Minar-Rahman |
Keu Kotha Rakheni-Minar Rahman
কেউ কথা রাখেনি.. মিনার রহমান
Song Information:
Lyrics: Minar Rahman
Tune, Composition: Minar Rahman
Vocal: Minar Rahman
Music Produced by: Sajid Sarker
Mix and mastered by: Sajid Sarker
Cinematography: Dihan Chowdhury
Lyric:
কেউ কথা রাখেনি.. ভালোবাসেনি..
কেউ চুপি চুপি পায়ে কাছে আসেনি..কেউ গোধূলী বেলায় দু'হাত বাড়িয়ে..
খুব আদর মেখে আর ডাকেনি..
আর ডাকেনি..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই..
পাল তোলা নৌকায় আবার হারাবো..
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই..
চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো..
কেউ দূর আকাশে জোছনা মাখে..
কেউ জোনাকির আলোয় গল্প লেখে..
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে..
ভুল পংক্তিমালায় আবারও হাসে..
আবারও হাসে..
চেনা পথ গুলো আজ দূরে দূরে..
ধূলো ধূলো হয়ে তোমাকে ঘিরে হারালো..
সেই পুরোনো ঘর.. পুরোনো চাদর..
সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসলো..
দক্ষিনা হাওয়ায় ভাসলো..