![]() |
AVASH Band |
লিখবে তুমি, গাইবে আভাস-AVASH
শুভেছা সব বন্ধুকে,
আভাস ব্যান্ড এর প্রথম অ্যালবাম এর জন্য বাংলা ভাষাভাষী সবার কাছে লিরিক আহবান করা হচ্ছে।
যে কোন বিষয়ে,যে কোন সংখ্যায় আভাসের জন্য লিরিক পাঠানো যাবে।
১লা মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত লিরিক নেয়া হবে।
সকল লিরিক থেকে সেরা ২০ টি লিরিক নিয়ে,তারমধ্যে ১০ টি লিরিক বাছাই করা হবে।
লিরিক বাছাই করবেন প্রিন্স মাহমুদ ভাই ও তানভীর সজীব।বাছাইকৃত সেরা ১০ টি লিরিকে আভাসের সুর ও কম্পোজিশনে পূর্ন একটি অ্যালবাম প্রকাশ করা হবে।
আয়োজনা ওপরিচালনা: Platform ও AVASH
### অবশ্যই লিরিক এর সাথে,লিরিক লেখকের নাম,মোবাইল নাম্বার,ই মেইল,বাসার ঠীকানা পরিষ্কার ভাবে উল্লেখ করতে হবে।
লিরিক পাঠানোর উপায়:
চিঠি: প্লাটফর্ম
০৪,এ জে টাওয়ার
১১ তলা,সোনার গাওন লিংক রোড
কাওরান বাজার,ঢাকা-১২১৫
কুরিয়ার: এ জে টাওয়ার ,কাওরান বাজার ১২১৫,ঢাকা
সুন্দরবন কুরিয়ার
ফেইসবুক: https://www.facebook.com/avash.bandbd
fb.com/platform.com.bd
মেইল: lyrichuntforavash@gmail.com