"ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো"
Song : Vabte Khub Obak Lage Singer : Samz Vai Music Direction : PB Rudro Lyrics & Tune : Samz Vai Producer : Sadat Hossain
ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বায়না গুলো ভাগাভাগি করো কার চোখের ঐ চাহনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছিনা আমি তুমি অন্যের খাটে
ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বায়না গুলো ভাগাভাগি করো কার চোখের ঐ চাহনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছিনা আমি তুমি অন্যের খাটে
না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা
রাত যখন হবে নিঝুম উরে যাবে তোমার ও ঘুম চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে মিলবেনা তো কোনো হিসাব হবে না পুরুন আমার অভাব দিন রাত এক হবে তোমার এই ভাবিতে
রাত যখন হবে নিঝুম উরে যাবে তোমার ও ঘুম চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে মিলবেনা তো কোনো হিসাব হবে না পুরুন আমার অভাব দিন রাত এক হবে তোমার এই ভাবিতে
না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা
মন নিয়ে তুমি করেছো খেলা পেয়েছি শুধু অবহেলা ধীরে ধীরে তুমি সব ই বুঝবে বুঝেও কোনো লাভ হবে না পাবে না আর এই ঠিকানা সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাদাবে
মন নিয়ে তুমি করেছো খেলা পেয়েছি শুধু অবহেলা ধীরে ধীরে তুমি সব ই বুঝবে বুঝেও কোনো লাভ হবে না পাবে না আর এই ঠিকানা সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাদাবে
না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা না না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দেনা....