Type Here to Get Search Results !

আমি তোমাকেই বলে দেবো By Sanjeeb Chowdhury

Ami-Tumakei-Bole-Debo


"আমি তোমাকেই বলে দেবো"

Song: Ami Tumakei Bole Debo
Album: Hridoypur
Artist: Sanjib Chowdhury
Lyric: Sanjeeb Chowdhury
Tune: Bappa Mazumder
Band:Dolchut


আমি তোমাকেই বলে দেবো,
কি যে একা দীর্ঘ রাত ,
আমি হেটে গেছি বিরাণ পথে....

আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়...

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া - [ ২ বার ]

আমি তোমাকেই বলে দেবো,
কি যে একা দীর্ঘ রাত...
আমি হেটে গেছি, বিরাণ পথে...

 আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলেভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়...

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া- [ ২ বার ]

আমি কাউকে বলিনি সে নাম,
কেউ জানেনা, না জানে আড়াল - [ ২ বার ]

জানে কান্নার রঙ,
জানে জোছনার ছায়া - [ ২ বার ]

তবে এই হোক,
তীরে জাগুক প্লাবন...
দিনে হোক লাবণ্য,
হৃদয়ে শ্রাবণ। - [ ২ বার ]

তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেবো,
কি যে একা দীর্ঘ রাত...
আমি হেটে গেছি বিরাণ পথে...

আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প...
কড়া নেড়ে গেছি ভুল দরজায়...

ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া - [ ২ বার ] 
Tags

Top Post Ad

Below Post Ad