Type Here to Get Search Results !

Amra Hoyto | আমরা হয়তো | Ahmed Hasan Sunny

 Amra Hoyto – আমরা হয়তো


Song Information:

Album: Lutpaat
Singer: Ahmed Hasan Sunny
Written: Ahmed Hasan Sunny
Compose: Ahmed Hasan Sunny
Music Arrangements By Jahid Nirob


Song Lyric:

মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না ।

হয়তো দাড়িয়ে আয়না তোমায় দেখে
হয়তো তখন দেখছো অন্য কিছু
হয়তো দাড়াও আয়না দেখার ছলে
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
আমি ছুটে যাই তোমার চোখের পিছু ।।

আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল।।


মাঝে মাঝে ভাবি তুমি হলে হবো সুখী
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা
জেনো ভাবনাই এক মনের অসুখ
জেনো ভাবনাই এক মনের অসুখ।।

সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও
নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও।।

আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল।।

Top Post Ad

Below Post Ad