Type Here to Get Search Results !

Pother Pathor | পথের পাথর | Ahmed Hasan Sunny

 

Title: Pother Pathor
Album: Lutpaat (Museum Of Sadness)
Vocal, Lyricist and Composer: Ahmed Hasan Sunny
Music: Rasheed Sharif Shoaib

বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে

যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর


মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা

যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর

ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো


যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর।

Top Post Ad

Below Post Ad